রাশিয়ার মিসাইল হামলাকে বর্বর আখ্যায়িত করে ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে ভার্চ্যুয়াল বৈঠক করবেন জি-সেভেন নেতাদের সাথে। এদিকে, ইউক্রেনের পাল্টা হামলা বন্ধ না হলে আরও ভয়াবহ আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন অভিযানে রুশ বাহিনীর নেতৃত্ব পাবার প্রথম কর্মদিবসেই অন্তত ৮৪টি মিসাইল নিক্ষেপ করেন জেনারেল সার্গেই সুরোভিকিন্স। গত ৮ মাসের যুদ্ধে এই প্রথম রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে হামলার ঘটনা এটি।
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোনালাপে ভরসা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। বলেছেন, পুতিনের বেআইনি যুদ্ধের মাশুল দিচ্ছে নিরস্ত্র মানুষ।
ইউক্রেনে আরও উন্নত প্রযুক্তির এয়ার ডিফেন্স মিসাইল পাঠিয়ে যুক্তরাষ্ট্র সমর্থন অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এদিকে, আরও ভয়াবহ হামলার জন্য ইউক্রেনকে প্রস্তুত থাকতে হুঁশিয়ার করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে পুতিন বলেন, ইউক্রেনের হামলা বিনা প্রশ্নে ছেড়ে দেয়া অসম্ভব। ক্রিমিয়া-রাশিয়া সংযোগ সেতুতে বিষ্ফোরণের জবাবে সোমবার সকালে ইউক্রেনের বিভিন্ন শহরে মিসাইল হামলায় হতাহত হয় শিশুসহ শতাধিক মানুষ।