ঢাকাবৃহস্পতিবার, ৮ই আগস্ট, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের চার অঞ্চলে পুতিনের মার্শাল ল জারি

আন্তর্জাতিক ডেস্ক :
অক্টোবর ১৯, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

দখল হওয়া চার অঞ্জলে আনুষ্ঠানিকভাবে মার্শাল ল জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের পর ২৪টি অঞ্চলের মধ্যে এই চারটির দখল নেয় রাশিয়া। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই আদেশ কার্যকর হবে।
রুশ সংবাদ মাধ্যম আরটি জানায়, বুধবার দখলকৃত অঞ্চলে মার্শাল ল জারি করেছেন পুতিন। গত কয়েকদিন খেরসন অঞ্চলের রাজধানী শহরে ইউক্রেনের সামরিক বাহিনী কিছুটা শক্তি দেখাতে সক্ষম হয়েছে।

ঔই অঞ্চলগুলোতে মার্শাল ল জারির পাশাপাশি পুতিন ক্রিমিয়াসহ ইউক্রেনসীমান্তবর্তী রাশিয়ার সেভাস্তোপোল, ক্রাস্নোদার, বেলগরদ, ব্রিয়ানস্ক, কার্স্ক, ভরোনেঝ, রোস্তোভ অঞ্চলের প্রশাসনকে বাড়তি সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি রুশ সেনাদের দখলকৃত অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির করতে ২৩ সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের গণভোট হয়। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করে মস্কো। অন্যদিকে, এই ভোট এবং ফলাফল মানতে নারাজ ইউক্রেনসহ পশ্চিমা মিত্ররা।

সূত্র: আরটি