ঢাকাবৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্রের জবাবে দক্ষিণের আকাশে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক :
নভেম্বর ৭, ২০২২ ২:২৭ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

উত্তর কোরিয়ার ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছোঁড়ার জবাবে এবার দক্ষিণ কোরিয়ারে উপর দিয়ে সুপার সনিক বোমারু বিমান ওড়ালো যুক্তরাষ্ট্র।

শনিবার (৫ অক্টোবর) সিউলের সঙ্গে যৌথ মহড়ার শেষ দিনে যুদ্ধবিমানের এমন সতর্কতামূলক প্রদর্শনী করে ওয়াশিংটন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এদিন মহড়ায় অংশ নেয় বি-ওয়ান-বি নামের বোমারু বিমানটি। শব্দের চেয়েও দ্রুতগতির এ বিমান যুক্তরাষ্ট্রের কৌশলগত তিনটি গুরুত্বপূর্ণ বোমারু বিমানের একটি।

শেষবার ২০১৭ সালে আকাশে উড়েছিল বি-ওয়ান-বি। সেবারও উত্তর কোরিয়াকে সতর্ক করতেই বিমানটি উড়িয়েছিল মার্কিন বাহিনী। সিউল জানিয়েছে, শনিবারও সমুদ্রে স্বল্পমাত্রার চারটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এনিয়ে চারদিনে ২৩টির বেশি ক্ষেপনাস্ত্র ছুঁড়েলো দেশটি। সূত্র: সিজিটিএন