ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য দক্ষিণ কোরিয়া থেকে এক লাখ গোলা কেনার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। যদিও দক্ষিণ কোরিয়া বলছে, ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিরুদ্ধে দেশটির নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে শুক্রবার নিশ্চিত করেছেন, দক্ষিণ কোরিয়া থেকে কেনা এসব গোলা ইউক্রেনে পাঠাতে চায় ওয়াশিংটন। ওই কর্মকর্তা বলেন, এসব গোলাবারুদ কিনতে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ (ইউএসএআই) তহবিল ব্যবহার করা হবে। তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়ে এসব গোলা ইউক্রেনে পাঠানো হবে কি না, তা স্পষ্ট নয়। এই আলাপের খবর প্রকাশ হয়ে গেলে চুক্তিটি ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেছেন এই কর্মকর্তা।