ইউক্রেন সফরে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সফরে ঋষি সুনাক ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তায় ৫০ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করতে এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন নিশ্চিত করতে কিয়েভে তার প্রথম সফরে রয়েছেন।
জেলেনস্কি শনিবার (১৯ নভেম্বর) তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিয়েভে সুনাককে রিসিভ করার একটি ভিডিও পোস্ট করেছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিন থেকেই ইউক্রেন এবং যুক্তরাজ্য সবচেয়ে শক্তিশালী মিত্র ছিলো। আজকের বৈঠকে আমরা আমাদের দেশের জন্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। তিনি আরও বলেন, আমি আশা করি আমরা একসঙ্গে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত ফল অর্জন করব।