জর্জিয়ার রানঅফে জিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একচ্ছত্র আধিপত্য পেলো ক্ষমতাসীন ডেমোক্রেটরা। অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছেন রাফায়েল ওয়ারনক।
৫ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় মঙ্গলবার হয় পুনর্নির্বাচন বা রানঅফ। আগাম ভোটের পাশাপাশি অ্যাবসেন্টি ব্যালটেও পড়ে বিপুল ভোট। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ডেমোক্রেটিক পার্টির রাফায়েল ওয়ারনক পেয়েছেন ৫০ দশমিক আট শতাংশ ভোট। আর রিপাবলিকান হার্শেল ওয়াকার পেয়েছেন ৪৯ দশমিক দুই শতাংশ।
বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন সিনেটর ওয়ারনক। তিনি বলেন, এটা গণতন্ত্রের বিজয়। এই জয়ের মাধ্যমে ইউএস সিনেটে ক্ষমতাসীনদের আসন দাঁড়ালো ৫১-তে। আর রিপাবলিকানরা পেলো ৪৯ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় যেকোন বিল পাসে এখন থেকে দরকার হবে না ভাইস প্রেসিডেন্টের ভোট। হাউজে রিপাবলিকানদের আধিপত্য থাকলেও সিনেটে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ভারসাম্য তৈরি হলো মার্কিন কংগ্রেসে। সূত্র: বিবিসি