ঢাকারবিবার, ২৮শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের আকাশে উঠেছে চাঁদ, শুক্রবার ঈদ

আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ২০, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবের আকাশে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রমজান মাস শেষ হচ্ছে ২৯ দিনে। ফলে পূণ্যভূমি সৌদিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২১ এপ্রিল)।

বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। কিন্তু মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে ঈদের ঘোষণা এসেছে শনিবার।

বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার ঈদ উযাপনের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, জাপান ও ফিলিপাইন।

মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ বলেছেন, ইয়াং ডিপারতুয়ান আগাং (প্যারামাউন্ট রুলার প্রধান) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ মালয়েশীয় শাসকদের সঙ্গে আলোচনার পরে ঈদের তারিখ ঘোষণায় সম্মতি দিয়েছেন। মালয়েশিয়ার মতো চাঁদ দেখা যায়নি প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। তারাও ঈদুল ফিতর উদযাপন করবে আগামী শনিবার।