‘আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন ১৮ দশমিক সাত ভাগ। অতিদারিদ্র্যের হার ২৫ ভাগের ওপরে ছিল, তা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছি। বাংলাদেশে কোনো মানুষ অতিদরিদ্র থাকবে না। প্রত্যেককে বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, লেখাপড়ার বই দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, সবধরনের সহযোগিতা করে যাচ্ছি।’
শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা-শরীর চর্চা যেমন সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে। নিজেকে আরও উন্নত করার চেতনা জাগ্রত হবে।
শেখ হাসিনা বলেন, খেলাধুলা, লেখাপড়া, সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে দেশের সংস্কৃতি, জ্ঞান, নিজের মেধা-মনন প্রকাশ করার সুযোগ পাবে। সেজন্য খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দেই আমরা।
খেলাধুলার প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যখন সরকারে এসেছি তখন থেকে আমার প্রচেষ্টা, বাংলাদেশ যেন খেলাধুলায় আরও এগিয়ে যায়, ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমরা খেলার মাঠ করে দিচ্ছি, সেটা হলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম।