আমি আমার নিজ এলাকার হতদরিদ্র-অসহায় মানুষদের জন্য কিছু করতে চাই। অনেকের অনেক চাওয়া থাকে কিন্তু আমার কোন চাওয়া নেই কোন বিনিময় এর আশা নেই, সুযোগ পেলেই ছুটে চলে আসি নিজ গ্রামে। আমার নিজ উপার্জনের একটা অংশের মালিক এই জনপদের গরীব দুঃখী মানুষগুলো, তাদের চাওয়া পাওয়া সবার আগে আমার কাছে। আমার মনের মধ্যে যখনই এই সব গরীব দুঃখী মানুষগুলোর মুখের ছবি চলে আসে তখনই ছুটে চলে আাসি তাদের সাহায্যার্থে কিছু করার জন্য, সারা জীবন আমি এভাবে এই জনপদের গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে এভাবেই নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই। দৈনিক ঢাকা কনভারসেশন-এর সাথে একান্ত আলাপচারিতায় এই কথাগুলোই বলছিলেন লন্ডন প্রবাসি মুরহুম হাজী মৌলুল ট্রাস্ট-এর চেয়ারম্যান সবুর হোসন।
তিনি আরো বলেন, আমি আমার এলাকার উন্নয়নের জন্য আজীবন কাজ করে যেতে চাই। তিনি বলেন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ-এ এখানকার মানুষের কর্মসংস্থান হবে। এতে এলাকা উন্নত হবে যেমন, তেমনি বেকার ভাই-বোনদের কর্মসংস্থান হবে। তিনি আরো বলেন, আমাদের কাছে আপনাদের অধিকার আছে। এটা আপনাদের হক। আর আমিও আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
এদিকে তার নিজ জেলা সিলেট ৩ আসনের মানুষের জন্য নিজ তহবিল থেকে অকাতরে মানুষকে সহযোগিতা করে চলছেন সবুর হোসেন । দরিদ্র অসহায় মানুষ ছাড়াও ছাত্র-ছাত্রীদের স্কিল উন্নয়নে স্কুল-কলেজে কম্পিউটার ল্যাব, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা, ক্রীড়া কর্মে অংশগ্রহন সহ নানা ভাবে আর্থিক সহযোগিতা করে চলছেন তিনি।
এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ বলেন, তার মতো মানুষ হয় না। তার কাছে কোন ভালো কাজ নিয়ে গেলে কাউকে খালি হাতে ফিরতে হয় না। তার কোন চাওয়া-পাওয়া নেই। তিনি মানুষের জন্য কিছু করতে চান। কোথাও কোন সমস্যার সৃষ্টি হলে তিনি জানলেই দ্রুততার সাথে সমাধানের চেষ্টা করেন । এমন মহৎ উদার মন মানষিকতার মানুষ খুবই কম দেখা যায় এ সমাজে এমনটাই জানিয়েছেন সিলেট ৩ আসনের দক্ষিন সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এর সাধারন মানুষ।