ঢাকাশুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: সবুর হোসেন এর উদ্যোগে বন্যা দুগর্ত দের মাঝে ত্রান বিতরন

আরমান হোসেন, সিলেট প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

সিলেট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো: সবুর হোসেন এর উদ্যোগে বন্যা দুগর্ত দের মাঝে ত্রান বিতরন গত  ১৯/০৬/২০২৪ ইং হাজী মরহুম মোঃ মৌলুল হোসেন কল্যান ট্রাস্ট তেলিরাই পক্ষ থেকে বন্যা দুগর্ত দের মাঝে মকন হাই স্কুলে আশ্রয় কেন্দ্র ,হামিদা খাতুন স্কুলে আশ্রয় কেন্দ্রে , স্পোর্ট গার্ডেন ইনডোরে আশ্রয় কেন্দ্রে মোট১০০ টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করে থাকেন।