আলোচনা চলছে সিলেট ৩ আসনের দক্ষিন সুরমা -বালাগঞ্জ-ফেন্সুগঞ্জ । এই তিন উপজেলার উন্নয়ন বঞ্চিত মানুষরা চাচ্ছেন জনবান্ধব মেধাবী নেতৃত্ব।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৩ (দক্ষিন সুরমা-বালাগঞ্জ-ফেন্সুগঞ্জ) আসনে সতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী সবুর হোসেন এর নাম শুনা যাচ্ছে ।
বিশিষ্ট সমাজসেবক পিতা হাজী মৌলুল হোসেন এর সন্তান লন্ডন প্রবাসী সবুর হোসেন , মরহুম হাজী মৌলুল হোসেন এর পুরো পরিবারই সারাজীবন সামাজিক কাজ করে গেছেন সিলেট এর সাধারন মানুষ এর জন্য । তিনি সিলেট এর বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে গেছেন।
এই মেধাবী নেতাকে আসনটি ঘরে উঠতে পারে বলে ধারণা করছেন সিলেট ৩ আসনের সাধারন জনগন। এই ৩ উপজেলার সাধারণ জনগন থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলো। পাশাপাশি এই ৩ উপজেলার সাধারণ মানুষও সবুর হোসেনকে এমপি হিসেবে দেখতে চায়।
সাধারন মানুষের বক্তব্য অনুযায়ী, দক্ষিন সুরমা- বালাগঞ্জ- ফেন্সুগগঞ্জ উন্নয়ন বঞ্চিত। সারাদেশে উন্নয়নের রোল মডেল তৈরী করলেও এই ৩ উপজেলা উন্নয়ন বঞ্চিত। সবুর হোসেন এর মতন মেধাবী নেতৃত্বের মধ্যদিয়ে সাধারন মানুষ ও এলাকার উন্নয়নের মধ্যদিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে।
মেধাবি এই নেতা বর্তমান উন্নয়নের অগ্রযাত্রাকে মানুষের দোর গোড়ায় পৌছে দিতে আগামী জাতীয় সংসনদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি তৃণমূল এর জনসাধারন সংগঠিত করে আগামী নির্বাচনে বিজয় উপহার দিতে এলাকার ভোটারদের দ্বারে দ্বারে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
সবুর হোসেন তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য পরিকল্পিতভাবে কাজ করে চলেছেন। তিনি এমপি নির্বাচিত হলে দক্ষিন সুরমা- বালাগঞ্জ – ফেন্সুগঞ্জ এর কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট, কালভার্ট, ব্রীজসহ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে অবহেলিত সিলেট ৩ আসনকে বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে পতিশ্রুতি দিয়েছেন।
এবিষয়ে সবুর হোসেন বলেন বলেন, জনগণ আমাকে কাজ করার সুযোগ দিলে আমি এলাকায় কর্মমূখী শিক্ষার মাধ্যমে বেকারত্ব নিরসন, সাধারন মানুষর দুঃখ, কষ্ট লাঘবে রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।