ঢাকাবৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরিচ্ছন্ন দেশ গড়তে চায় যারা

বার্তা বিভাগ
জানুয়ারি ৩০, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ণ / ই-প্রিন্ট ই-প্রিন্ট
                                                       
                           
Link Copied!
ই-প্রিন্ট ই-প্রিন্ট                            

তবুও-চাই, এ দেশ হোক পরিচ্ছন্ন,
মুছে যাক আঁধার, হোক দিন চিরজ্ব্বল।
আমরা না-হয় আলো জ্বালাবো আঁধারে,
সাজাবো পৃথিবী, নতুন এক প্রহরে।
বলছিনা আমাদের সাথে আপনি রাস্তায় এসে ময়লা কুড়ান। শুধু চাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। আপনার আমার সচেতনতাই পারে আগামী প্রজন্ম কে তুলে দিতে এক পরিচ্ছন্ন বাংলাদেশ।

আসুন, যত্রতত্র ময়লা আর্বজনা ফেলার বদঅভ্যাস পরিহার করি, একটি পরিচ্ছন্ন বাংলাদেশে গড়ে তুলি। এভাবেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দেশের একটি বড় তারুণ্যের প্ল্যাটফর্ম বিডি ক্লিন।

এই তারুন্য একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়তে চায়।