কাশফুল যেনো শরতের অন্যরকম এক শুভ্রতা, যে অনুষঙ্গ ছাড়া শারদ প্রকৃতি ভাবাই যায় না। শরৎ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আজি কি তোমার মধুর মূরতি/হেরিনু শারদ প্রভাতে!
দিগন্ত বিস্তৃত কাশফুলের চোখ জুড়ানো সৌন্দর্যই শরতের অন্যতম আকর্ষণ। নগরায়নের চাপে তার দেখা পাওয়া দুস্কর। তবে রাজধানী ঢাকাতেই আছে এমন কয়েকটি জায়গা যা আপনাকে মুগ্ধ করবে।
সময় যতই খারাপ হোক না কেন, প্রকৃতি ঠিকই নিয়ম মেনে তার অপরূপ রূপে সাজে। শরতের আকাশে সাদা মেঘের ভেলার সঙ্গে পাল্লা দিয়ে সবুজ প্রান্তরে সাদা কাশও ফোটে। সেই সৌন্দর্য দেখে পুলকিত হন না এমন মানুষ কমই আছে।
‘শরৎ রানি যেন কাশের বোরখা খানি খুলে/কাশ বনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে,’ নির্মলেন্দু গুণের কবিতার পংক্তির মতোই সুন্দর এখন সারিঘাট৷
গোধূলি লগ্নে লাল আভার সূর্যের সাথে কাশফুলের এই যে লুটোপুটি খেলা, প্রশান্তির দুয়ারে এ যেনো শরতের আশ্বাস- শুভ্রতার রঙে সেজে উঠবে পৃথিবী, কাশফুলের বিশ্বাস।