করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গেল সপ্তাহে জ্বর বোধ করলে করোনা পরীক্ষা করেন তিনি। রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।
এ বিষয়ে স্পর্শিয়া বলেন, আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম।
তিনি আরও বলেন, আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি। শারীরিকভাবে কিছুদিন আগে দুর্বল ছিলাম তবে এখন কিছুটা ভালো। আশা করি শিগগিরই সুস্থ হয়ে যাবো। সবার কাছে দোয়া চাই।
চলতি বছর তিনি আসছেন বিগ বাজেটের ‘নবাব এলএলবি’ সিনেমা নিয়ে। এখানে তার বিপরীতে দেখা যাবে শাকিব খানকে।