নীলফামারীতে ৬০০ কম্বল বিতরণ করেছে সেইফ ফাউন্ডেশন

উত্তর বঙ্গে জেঁকে বসেছে শীত আর এসব অসহায় মানুষের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছে সেইফ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।
নীলফামারীতে ৬০০ কম্বল বিতরণ করেছে সেইফ ফাউন্ডেশন। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে কম্বল বিতরণ করে সেইফ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।অসহায় পথ শিশু সহ সমাজের সকল কমর্সহীন মানুষের মাঝে তারা শীতের কম্বল বিতরণ করে যাচ্ছে। তারা সকল দাতা,সমাজসেবক, রাজনীতিবিদ এবং প্রশাসনের আর্থীক সহযোগিতা কামনা করে।
শীতের উষ্ণতা বিতরণ করি। সামর্থ্য যত অল্পই হোক কিছুটা উষ্ণতা পৌঁছে দিতে পারেন শীতার্তদের মাঝে। বদলে দিতে পারেন তাদের শীতের গল্পটা।
আপনার অনুদানের মাত্র ২০০ টাকায় কেনা কম্বলটি হতে পারে একজন মানুষের পাঁচটি শীতের হাসি। এই শীতে আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলার প্রান্তিক মানুষের জন্য কম্বল বিতরণ করছি।
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আপনি অংশ নিতে পারেন।
অনুদান সংগ্রহ ও বিতরণ: সেইফ ফাউন্ডেশন সেইফ ফাউন্ডেশন ইতিমধ্যে নীলফামারী জেলায় ৬০০ কম্বল বিতরণ করেছে। সকলের সহায়তায় এবার আমরা উষ্ণতা পৌঁছে দিতে চাই লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর, এবং পঞ্চগড় জেলায়।
আহ্বানে:
রাসেল আমিন স্বপন
ইয়ুথ ফেলো ও মাস্টার ট্রেইনার,
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
চেয়ারম্যান,
সেইফ ফাউন্ডেশন -SAFE Foundation।
অনুদানের টাকা পাঠাবেন যেভাবে: ব্যাংক একাউন্টে অথবা বিকাশে জমা করতে পারেন।
Account Name : Md.Rasel Amin Shopon
Account Number : 117311117265637
Bank : Mercantile Bank Limited
Branch : Nilphamari
Bkash(Personal) : 01977140729
