তাহিরপুরে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
রবিবার বিকেল ৪টায় উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের পশ্চিম বাজার থেকে শুরু করে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
শফিকুল ইসলাম।
উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক আব্দুল মজিদ।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা আহছানুজ্জামান শোভন,আবুল কাশেম,উপজেলা ছাত্রলীগ নেতা আশ্রাউজ্জামান ইমন,পথিক হাসান, জাহিদ হাসান রুবেল, লুৎফর রহমান সোহাগ, আব্দুর রহমান,ইব্রাহিম নিপু প্রমুখ।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি