দ্য গডফাদার খ্যাত অভিনেতা জেমস কানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) জেমসের পরিবারের থেকে একটি বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর খবরটি জানানো হয়। মৃত্যুকালে জেমসের বয়স হয়েছিল ৮২ বছর। অভিনেতার টুটারে পরিবারের পক্ষ থেকে একটি স্ট্যাটাস দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করলেও ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে তা কিছুই জানানো হয়নি। তার টুইটার পোস্টে লেখা হয়েছে, ব্যথিত হৃদয়ে আপনাদের জানানো হচ্ছে যে ৬ জুলাই বিকেলে জিমি প্রয়াত। আপনাদের তরফ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধার্ঘ্য পেয়ে আমরা ধন্য। কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ।
দ্য গডফাদার সিনেমায় অভিনয় করে তিনি সবার মন জয় করেছিলেন তিনি। ওই সিনেমায় তিনি গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৬৩ সালে সিনেমা জগড়ে পার রাখেন জেমস। ১৯৭২ সালে মুক্তি পাওয়া গডফাদার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ১৯৭৪ সালে এই ছবির সিক্যুয়াল দ্য গডঢাদার টুতেও অভিনয় করেছেন তিনি। ১৯৬৩ সালে সিনেমা জগড়ে পার রাখেন জেমস। ১৯৭২ সালে মুক্তি পাওয়া গডফাদার তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
১৯৭৪ সালে এ ছবির সিক্যুয়াল দ্য গডঢাদার টুতেও অভিনয় করেছেন তিনি। দ্য রেইন পিপল (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৭০-এর দশকে ব্রায়ান্স সং (১৯৭১), সিন্ডেরেলা লিবার্টি (১৯৭৩), দ্য গ্যাম্বলার (১৯৭৪), ফ্রিবি অ্যান্ড দ্য বিন (১৯৭৪), রোলারবল (১৯৭৫), ফানি লেডি (১৯৭৫), আ ব্রিজ টু ফার (১৯৭৭) ও চ্যাপ্টার টু (১৯৭৯) চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি দ্য গ্যাম্বলার (১৯৭৪) ও রোলারবল (১৯৭৫) ছবিতে অভিনয়ের জন্য আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
সূত্র: বিবিসি